কবিতাঃ জুতো চুরি।
লেখকঃ এস,এইস,মানিক।

মন্দিরের সোপানে চাঁদের আলো,
জুতোরা শুয়ে থাকে শান্ত রাত্রি কালো।
জপ আর ধুনোর গন্ধে, মগ্ন সব প্রাণ,
হঠাৎ শুনি, কে যেন হাসলো নিঃশব্দে গোপন জান।

জুতোদের মন কোথায়? তারা কী ভাবে?
নাকি শিকলবন্দি, মর্ত্যের এই মলিন ভাঁজে?
এক পবিত্র পূজার মাঝে, কান্ডটি ঘটে যায়,
জুতো উধাও! কার দোষ? প্রশ্নটা ঝড়ে যায়।

খোঁজ চলে নিঃশব্দে, কেউ করে ফিসফাস,
“জুতো চোর তো লুকিয়ে ফেরে, রাতের আড়াল বাস!”
দাঁড় করায় সবাইকে, লাগে কঠিন অভিমান,
পায়ের তলা জ্বলছে যেন আগুনের এক প্রবল গান।

ঘামের মাঝে ত্রুটি খোঁজে, কান ঘেঁষে যাওয়া বাতাস,
কেউ যেন বলে উঠলো—“যাক গে! চোরের কীর্তি তে আশ।”
হাসির ঢেউয়ে কাটে রাত, কে নেয়, কে জানে?
মন্দিরের এক কোণে, ভরে আছে ফেলে আসা প্রাণে।

জুতো চুরি, কি বা তার দোষ?
ধরতে পারে কে তাকে, এ মিষ্টি দুষ্ট খোঁজ?
পাপ না পুণ্য জানি না, অজান্তা এক গল্প,
জুতো চুরি শিখিয়ে যায়, জীবন স্রোতের রূপ।