ঝুমঝুমি বাজে টুনটুন করে,
সোনামণি হাসে দুলে দুলে রে!
নরম হাতে ধরে সে তাকায়,
খিলখিলিয়ে আনন্দে মাখায়।

রঙিন ঝুমকো দোলে যে হাওয়ায়,
টুংটাং সুরে মন যে ভাসায়।
মা যখন বলে, "ঘুম পাড়ি,"
ঝুমঝুমি গায় মিষ্টি বারি।

বাতাস এসে ছুঁয়ে যায় ধীরে,
আলতো সুরে দোলা দেয় বুকে।
পরীর দেশে ডেকে নেয় খেলা,
স্বপ্ন সাজায় রঙিন মেলা।

ঝুমঝুমি বাজুক সকাল-সাঁঝে,
সোনামণির ঘুম হোক ভালোবাসায়!