কবিতাঃ ঝিঙেফুল।
লেখকঃএস,এইস,মানিক।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ঝিঙে ফুল ফুটেছে সবুজের বুকে,
আনন্দের জোয়ার লেগেছে চকের শোকে।
কাঁটায় কাঁটায় গাঁথা এই ফুলের মালা,
শীতল ছায়ায় বেঁধে রেখে হৃদয়ের জ্বালা।
নির্মল শুভ্রতার মুকুট এ ফুল,
দোলায় দেহ মনে করে হিমালয়ের তুল।
ফসলের বুননে ঘেরা এ প্রান্তরে,
ঝিঙে ফুলে খুঁজে পাই সৃষ্টির রহস্য ধ্বরে।
গাঁয়ের আঁধারে, আলো ছড়ায় এই ফুল,
জীবনের রঙে বাঁধে খুশির কূল।
মাঠে মাঠে কানে কানে বলে কথা—
ঝিঙে ফুলের রূপে বাঁধা জীবনের মায়া-মোথা।
জীবনের ঝড়-ঝাপটায় নির্ভীক নির্ভর,
ঝিঙে ফুলের মতো খুঁজে পাই শান্তি পরম।
এ ফুলের হাসিতে মিলন ঘনায়,
দূরের তারা যেন ধরায় ঝরে যায়।