কবিতাঃহাসপাতাল।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
হাসপাতালের কোলাহলে ঘেরা পথ,
জন্মের আরম্ভ, শেষের বিশ্রাম-
নবজীবনের আলো জ্বালে কেউ,
কেউ নিভে যায়, হয়ত নিস্তব্ধ এক প্রহর।
প্রথম কেঁদে ওঠা শিশুর মুখ,
হাসির রোশনাই মায়ের চোখে,
সেই ছোট্ট হাত ধরা নতুন গল্পের শুরু,
যেন এক মহাসমুদ্রের প্রথম ঢেউ।
কিন্তু সময় থামে না, সে চলে তার গতিতে,
অপরাধী না কেউ, না কোন পাপী,
মৃত্যু আসে, তার ছায়া লম্বা হয় ধীরে ধীরে,
চুপিসারে হারিয়ে যায় এক দিনের আলো।
জন্মে আসে আশা, নূতন প্রতিজ্ঞা,
মৃত্যুতে মেলে চিরশান্তির পলক,
হাসপাতাল সাক্ষী থাকে জীবনের গল্পে,
যেখানে শুরু আর শেষ, হাতে হাত ধরে।
ধ্বংসের মাঝে সৃষ্টির আনন্দ,
অন্তিমে এক মোহন রাগের ধ্বনি,
এখানেই মিলেমিশে যায় সূর্যোদয়, সূর্যাস্ত,
এই হাসপাতালই তো জীবনের এক অমোঘ পথ।