কবিতাঃ হলাহল বিষ পান।
লেখকঃএস,এইস,মানিক
হলাহল বিষের পেয়ালা, হাত বাড়ালো ধীরে,
অমৃত খোঁজার পথে পেলাম, বিষই সত্যের নীড়ে।
কন্ঠে উঠে জ্বালার স্রোত, মন বলে থামো,
তবু আমি পান করিলাম, নিয়তির কাছে প্রণাম।
এই বিষের সুধা তেতে, জ্বলে অন্তর প্রাণ,
কিন্তু তাতেই খুঁজে পেলাম জীবনের আসল গান।
বিষের মাঝেও রয়ে গেছে অমৃতের এক চিহ্ন,
তাই তো সই সাপের ছোবল, বাঁচার পথে বিহ্বল।
পৃথিবী যত অন্যায় করে, ছুড়ে দেয় বিষের দংশন,
তবু আমি হয়ে থাকি স্থির, মুছে দিই সব সংশয়।
বিষের চুম্বন নিয়ে গেয়ে যাই, আশার মধুর রাগ,
হলাহল সয়ে বুকের মাঝে রাখি অনন্ত আগুনের ফাগ।
বিষ তো নয় শুধুই ব্যথা, নয় নিঃশেষ কাল,
এ হলো শক্তি, এ হলো ধৈর্য, পথ দেখানোর পাল।
যে পান করে বিষের থালা, সে বুঝে জীবনের মানে,
হলাহলই সত্ত্বা গড়ে, নিয়তি বাঁধে বাণে।
তুমি যদি খুঁজো মুক্তি, ভয় ত্যাগ করে চলো,
বিষপানেই লুকিয়ে থাকে আত্মার জয়শীলো।
হলাহল বিষ পান করি, জ্বলে উঠুক প্রাণ,
সত্য-মিথ্যের সীমানাতে গড়ে তুলি নতুন গান।