কবিতাঃ হিজল বন
লেখকঃ এস,এইস,মানিক
হিজল বনে হেলে পড়ে ছায়া,
নদীর জলে লেগে সোনার মায়া।
বাতাস বয়ে দেয় মিষ্টি সুর,
বালিহাঁস ডাকে, সোনালি দুপুর।
মাঝনদীতে ভেসে যায় নৌকা,
মাছরাঙা দেখে, চোখে দেয় ঝলকা।
নীল পাখা মেলে ঝাঁপিয়ে পড়ে,
মাছের সাথেই খেলায় মেতে ঝরে।
বালির চরে হাঁটে সারি সারি,
বালিহাঁসগুলো যেন নদীর ফারি।
ডানা মেলে উড়ে যায় দূর সীমানায়,
সবুজের মাঝে রাঙা স্বপ্ন বাসায়।
হিজল বনে বাজে পাখির গান,
মিষ্টি সে সুরে ভরে যায় প্রাণ।
নদীর ঢেউয়ে হাসে রুপোলি জ্যোৎস্না,
গ্রামের আঙিনায় নেমে আসে শ্যামল শ্যামা।
কুয়াশা ভরা ভোরে আবার জাগে,
মাছরাঙার ডাকে সব জড়তা ভাগে।
হিজল বনের এই নিঝুম কাব্য,
স্বপ্নে ভেসে যায় শীতল রাত্রি।
নির্জন বনেও থাকে জীবনের ছোঁয়া,
হিজল বনে মিশে প্রকৃতির জোয়ার।
বালিহাঁস, মাছরাঙা মেলায় যে ডানা,
তাদের গানেই খুঁজে পাই প্রাণ।