কবিতাঃ গোধূলির শেষ আলোর অপেক্ষা।
লেখকঃ এস,এইস,মানিক।

গোধূলির আলো ম্লান হয়ে আসে,
আকাশ ভেঙে যায় অজানা রঙের ছোঁয়ায়।
সূর্য অস্ত যায়, হাওয়ার মৃদু স্পর্শে,
আমি দাঁড়িয়ে থাকি তোমার আসার প্রত্যাশায়।

সোনালি রশ্মির শেষ আলোগুলো,
তোমার চোখের গভীরতায় যেন মিশে যায়।
পাহাড়ের পিছে ঢাকা পড়ে দিন,
তবু অপেক্ষার গান হৃদয়ে বাজতে থাকে।

তুমি কি জানো?
এ পৃথিবীর প্রতিটি সন্ধ্যা,
কেবল তোমার ফিরে আসার গল্প বলে।
শত দূরত্বে থেকেও তুমি আছো এখানে,
আমার প্রতিটি নিঃশ্বাসে।

গোধূলির শেষ আলো ছুঁয়ে যায় অশ্রুজলে,
তোমার কথা মনে পড়ায় ব্যাকুল এই প্রাণ।
জানো কি?
সেই শেষ আলোকের মধ্যে লুকিয়ে আছে,
তোমার ছোঁয়ার উষ্ণ এক নীরব আহ্বান।

যতক্ষণ শেষ আলো ফিকে না হয়ে যায়,
ততক্ষণ দাঁড়িয়ে থাকি, তোমার অপেক্ষায়।
এই অপেক্ষাই হয়তো প্রেম,
অথবা বিরহের শেষ গান।