কবিতাঃগোদাবরী।
লেখকঃএস,এইস,মানিক
গোদাবরী, তুমি শান্ত নদী,
তোমার জলে বাজে সুর মধুর ছন্দে।
পাহাড়ের কোলে, বনের পথে,
তোমার ঢেউ চলে অবিরাম বন্দে।
তুমি জানো কী সুখের কথা,
তুমি গেয়ে যাও স্রোতের ভাষায়।
তোমার জলে স্নান করে দিন,
চাঁদ যেন হাসে তোমার পাশে।
তোমার তীরে গ্রাম, তোমার তীরে ঘর,
তোমার কোলেতে শিশুদের হাসি।
কৃষকের ফসল, জীবনের আশা,
তোমার জলে ভাসে রাত্রির বাতাসি।
তোমার স্রোতে আছে মাতাল প্রেম,
তোমার তীরে গাঁথা কত গল্প।
জীবন ও মৃত্যুর সেই চক্রধাম,
তুমি জানো সব, তুমি অনন্ত।
ওহে গোদাবরী, তোমার তীরে বয়ে,
জীবনের ছন্দে বাজুক এ হৃদয়ে।
তোমার স্রোত যেন গেয়ে ওঠে,
শাশ্বত গান চিরকালের কথায়।