কবিতাঃ গায়ের ছেলে।
লেখকঃ এস,এইস,মানিক।

গায়ের ছেলে মাঠের পথেই হাঁটে খালি পায়ে,
গায়ে তার মাটির গন্ধ, ঘামে জড়ায় গায়।
পাখির ডাকে ভোরের বেলা, সূর্য ওঠে হাসি,
মাঠের ফসল দেখে সে কয়, "ওরে স্বপ্নবাসি!"

ধানের শীষে বাতাস লাগলে বাজে সোনার গান,
মাটির ঘ্রাণে মনের ভেতর জাগে নতুন প্রাণ।
গায়ের ছেলে বলে, "এই মাটি আমার মা,
তার কোলে শুয়ে আছি আমি, সুখে ভরা থালা।"

মাঠের মাঝে নাওয়া খাওয়া, গরু-বাছুর সাথ,
ঘাম ঝরে, মাটি গড়ায়, তবু হাসে প্রাত।
গায়ের ছেলে স্বপ্ন দেখে আকাশ ছোঁয়া ধান,
সোনার ফসল হাসবে যখন, তবেই হবে জান।

সন্ধ্যে নামে, বাতাসে বাজে ঝিঁঝির মিষ্টি সুর,
মাটির ঘরে মাটির মানুষ, আলো তারই নূর।
গায়ের ছেলে দিগন্ত দেখে, ভাবে মনে মনে,
এই মাটিতে মরতে পারি, চাই না আর কিছুই কিনে।

বৃক্ষ ডাকে, পাখি ডাকে, মাটির ঘাস হাসে,
গায়ের ছেলে বলে, "আমার সুখ এই সব পায়সে।"
দুঃখ এলেও ভয় করে না, মাটির শক্তি পায়,
গায়ের ছেলে জানে ভালো, এ মাটিতেই ঠাঁই।

তাই তো সে মাটির কাছে বাঁধে আপন প্রাণ,
গায়ের ছেলে বলে হাসি, "এই জীবন মহান।"
মাঠের শিশির, নদীর জল আর আকাশের গান,
সব মিলে গায়ের ছেলের এই মাটিরই সংসার।