ফুলপরী হাসে বাগান জুড়ে,
গন্ধ বিলায় নাচে সুরে।
গোলাপ, বেলি, চাঁপা, শিউলি,
সাথে আছে টগর-যুঁই-মল্লিকা খুঁটি।

সকালে শিশির পড়লে বুকে,
তারা যেন ঝিলমিল মুখে।
ভোরের হাওয়ায় দোলে গায়ে,
গুনগুনিয়ে গান গায় তাই।

প্রজাপতি আসে দোলা দিতে,
রঙিন সাজে খেলা রিতে।
ভ্রমর গায় মিষ্টি সুরে,
ফুলপরীর মন যে নাচে পুরে।

আসবে যদি বাগানপথে,
ফুলপরী দেবে গন্ধ হাতে!