কবিতাঃ একটি বিষাদের বিসর্জ্জন।
________________________
তোমাতে শপেছি আমার এই প্রাণ, ওগো দিগম্বরী,
মৃন্ময়ী তুমি, সুললিত কন্ঠ তোমার তুমি অপ্সরী।
তোমার মুগ্ধ মুখর হাসিতেই, ভূবনডাঙা উচ্ছাসিতো, উদৃপ্ত তথা আলোকিতো ও বটে,,,,
তবঃ পাইনি আমি__পাইনি তোমায়, শতো কষ্টে অশ্রুসিক্ত চোখেঁ একটি একটি করে দিয়েছি কতো বিষাদের বিসর্জ্জন,
তবঃ তুমি মৃন্ময়ী।
আমাতে দিয়েছিলাম তোমায় শপে তুমি নাওনি___,তেজদৃপ্ত মলিনতা আর বাহারি কত রং তথা দূর ইচ্ছে ঘিরে রেখেছিলো তোমায়।
আমি শতো হাজার কান্না আর বিষাদকেও বুকের গভীরে চাপা দিয়েছি, তবঃ ভূলিনি___ভূলিনাই তোমায় হারাবার বিষাদ।
আজোঁ খুঁজি তোমায় প্রতিক্ষনে ধরার প্রতিটা কোনায় কোনায় কোথাও তোমার অবশিষ্ট ছায়াও নেই।
যুগ যুগ অপেক্ষায়ও তোমার মায়া কাটাতে পারি নাই, বক্ষের গভীরে হচ্ছিলো একরাশ যন্ত্রনা,
তোমায় পাইনি বলে তবঃ হেরে যায়নি, একটি একটি করে সমস্থ বিষাদের বিসর্জ্জন দিয়ে__তোমার স্মৃতি গুলো আকরে,,আজো তোমার ফেরার অপেক্ষায় চেয়ে আছি।
তবঃ তুমি মৃন্ময়ী ।
___________________________________