কবিতাঃদুই চাকার জীবন।
লেখকঃএস,এইস,মানিক
দুই চাকার জীবন চলে, পথে পথে ঘুরে,
হাওয়ার সাথে খেলে ছন্দ, দূরের ডাকে সুরে।
পথের ধুলো, শহুরে গন্ধ, গায়ে মাখা স্মৃতি,
দুই চাকা জানে জীবনের রঙ, জানে পথের গীতি।
সকালের আলো ছুঁয়ে যায়, চাকার দোলায় গান,
দুপুর রোদে ঘাম মুছে নেয়, থামে না কোনো প্রাণ।
ঝড় হোক বা বৃষ্টি নামে, থাকে না তার ভয়,
দুই চাকার জীবন জানে, এগিয়ে চলার জয়।
কখনো তা কর্মীর সাথী, কখনো স্বপ্নবাহী,
জীবন-সংগ্রাম বুকে নিয়ে ছুটে চলে নিরবধি।
পথের বাঁক, ধূলোমাখা রাস্তা, কিংবা কাদা জল,
দুই চাকার জীবন জানে, চলাই তো জীবনের ফল।
চাকা ঘোরে, সময় ঘোরে, কাহিনী লেখা হয়,
হাতে থাকে পথের খোঁজ, চোখে অদম্য জয়।
এই চলার শেষ কোথায়, জানে না কেউ ঠিক,
তবু দুই চাকার জীবন বুনে আশা অদম্য দৃষ্টিক।
রাতের তারা ঝিকিমিকি, চাঁদ হাসে আকাশে,
দুই চাকার সঙ্গেই যেন, স্বপ্ন আঁকে পাশে।
তুমি আমি সকলেই তো এই জীবনের পথিক,
দুই চাকার ঘূর্ণিতে খুঁজি জীবনের মহৎ ঠিক।