কবিতাঃ ডায়রীর শেষ পাতা📒
লেখকঃ এস,এইস,মানিক।
________________________________________________
প্রিয়ো,,,,,,,
রাত্রীর জ্যোৎস্নাময় নিশিতে নির্জনে একাকি
কিছু ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন আর অকালে ঝড়ে যাওয়া
হারানো কিছু ইচ্ছে তথা কয়েক ফোঁটা অশ্রু নিয়ে আজো প্রতিদিন ভাবি আর ভাবি তোমার অহর্নিশি কিছু কথা, কোথায় হারালে তুমি প্রিয়ো তোমায় নিয়ে লিখেছি হাজারো কাব্য,,, তবঃ আজো ফুরোয়নি তোমার স্মৃতিময় ক্ষানীক ধূলো মাখা সেই ডায়রীর শেষ পাতা।

জানো,,,,,
আজো মনে পড়ে সেইদিনের কথা
প্রথম তোমার আশা,,,গায়ে জড়ানো ছিলো একটি চাদর,,,,চারদিকে ঝিঁঝিঁপোকা ডাক আর জোনাকির ডানায় ডানায় আলোঁ গুধুলি লগন আর শীতল বাতাশ তথা শিরশির অনুভূতি তুমি মৃদু কাঁপছিলে আহা ভুলার নয়,,,,,ভুলার নয়,, ভুলাও যায়না কিছু কথা।।।
জানো তোমায় হারানোর স্মৃতি গুলি আঁকড়ে আজো অহর্নিশিতে রোজ কাব্য লিখে যাই কিন্তু আজো পেরোতে পারিনাই ডায়রীর শেষপাতা।।
তুমি প্রথম আর তুমি শেষ তুমিই হ্রিদয়ের সেই খাতা
তোমায় নিয়ে সাজানো স্বপ্ন গুলি নিয়ে আজো লিখে যাচ্ছি আর খুঁজে যাচ্ছি ডায়রীর শেষ পাতা। আসলে ভালোবাসা শেষ হবার নয় কারন ভালোবাসার তুমিটা খুব স্মৃতিময়💗💗📙📒