চূর্ণ হোক প্রতারণা, মিথ্যের এ সাজানো মঞ্চ,
শৃঙ্খল ভাঙি ফুটুক আলো, রচুক স্বাধীনতার আবহ।
শাসকের লোভী রাজ-জাল ছিঁড়ে,
আজ জনতার বজ্র গর্জন উঠুক গগনে ভরে।

তোমার সিংহাসন রক্তে ভেজা, পাপে পূর্ণ সে রাজপ্রাসাদ,
মিথ্যের মুখোশ খুলবো হাতে, করবো ধূলিসাৎ সেই বিশ্বাস।
তোমাদের প্রতিটি প্রতারণার কাহিনি জানি স্পষ্ট,
তোমার রাজ্যজয় পায়ের নিচে ধ্বংস হবে একত্র।

গর্জে ওঠো, দাসত্ব-দর্শন আর মানিনা কোনো ক্ষণে,
বাঁচতে চাই সম্মানের লড়াইয়ে, অন্ধকার নয় জীবনে।
তোমাদের মিথ্যের প্রাচীর ঠেলে আনবো সত্য প্রকাশ,
জনতার বিপ্লবে কাঁপবে সিংহাসন, ছুটবে সর্বনাশ।

তোমাদের ভাষা, তোমার বোঝা, করলো আমায় পরাধীন,
তবু এই দেশ মায়ের বুক, এর প্রেম অবিচল বিধি-লিখন।
চূর্ণ হোক প্রতারণা, এই শপথে কাঁপুক ধরণী,
তোমাদের স্বপ্ন আজ দুঃস্বপ্ন হয়ে গড়বে প্রাণের বিজয়-কথা।

প্রতারণার জালে বাঁধা স্বদেশ, মুক্তি তার আজ দাবি,
জনতার তেজে রচিত হবে বীরের মহাকাব্য রাশি।
চূর্ণ হোক প্রতারণা, গড়বো নতুন পৃথিবী,
এই প্রতিজ্ঞায় জ্বলছে আগুন, জ্বলছে মাটি-রক্তময়ী।