ছোট্ট পাখি ডানা মেলে,
নীল আকাশে গান সে বলে।
দিগন্ত জুড়ে আলো ঝরে,
সুরের নদী বয়ে পড়ে।

শিশির কণার মিঠে হাসি,
সেই সুরেতে বাজায় বাঁশি।
ডালে ডালে দোলে হাওয়া,
মনের মাঝে লাগে ছাওয়া।

সকালে উঠে ডাকে সে,
নতুন দিনের রাখে সে।
আকাশ জুড়ে উড়বে তবু,
ফিরবে নীড়ে দিন যে কভু!