কবিতাঃ চন্দ্রগ্রহণ..!!
লেখকঃএস,এইস,মানিক


চাঁদের দেশে আঁধার নামে, নিবে যায় তার আলো,
জোৎস্না গেয়ে গল্প শোনায়, কত হারানো কল্পনাগুলো।
চন্দ্র স্নিগ্ধ একা থাকে, যুথবদ্ধ তার তারা,
নক্ষত্ররা শোক জানিয়ে দেয় অন্ধকারে তাদের কারা।

আঁধারেতে ঢেকে যায় চাঁদ, হারায় তার রূপ-সুধা,
তবু ভোরের আশায় সে চেয়ে থাকে, নতুন আলোয় বিদা।
গোলাপি আকাশে ছড়ায় আলো, আরেকটি নতুন রাত,
তাঁর বুকেতে জোনাকিরা রাখে জ্বালিয়ে প্রণয়-মাত।

গভীর রাতে চাঁদের মনে বেদনা জাগে চিরকাল,
কেউ বুঝে না তার মনের কথা, একাকীত্বের কাল।
প্রতিটি গ্রহণে সে শুধু চায় একটু ভালোবাসা,
আঁধার নামলে মনে তার খোঁজে সঙ্গীর আসা।

প্রকৃতি তার ভাষা জানে, তারা ছুঁয়ে রাখে মন,
চন্দ্রগ্রহণ শেষে চাঁদ ফিরে আসে, তবু নতুন সেই বেদন।
আবার দেখা হবে, চাঁদ যেন বলে, আশায় বাঁধে তার হৃদয়,
আঁধার কেটে যাবে তবু, চাঁদ ভালোবাসার কণ্ঠে কেঁদে রয়।
এই চাঁদের গল্প নয় শুধু, এটা জীবনের রূপ,
চিরন্তন প্রণয় ও বেদনা, আঁধারের প্রেমময় ধূপ।