কবিতাঃ চন্দ্রবিন্দুর প্রেমলিপি
লেখকঃ এস,এইস,মানিক
রাতের নির্জন প্রান্তরে বসে
তোমার কথাগুলো গুছিয়ে নিলাম,
বিন্দু বিন্দু আলোকছটায়
জমেছে একজোড়া বকুল ফুলের নাম।
তোমার হাসি— চন্দ্রিমার স্পর্শ
মায়ায় মোড়া নিঃশব্দের সুর,
তোমার চোখ— দূরের নক্ষত্র,
যেন আকাশ ছোঁয়া এক মুগ্ধ ছবি পুর।
আমি লিখতে বসি,
যতবার তোমার ছায়ায় ভিজি—
মনের জমিনে জ্বলে ওঠে রোশনাই,
তোমার নাম লিখে রাখি হৃদয় পাতায়।
চন্দ্রের পিঠে লেখা ছোট্ট প্রেমকথা,
তোমাকে ঘিরে জমা যত শব্দরাশি।
জেনো, এই আকাশের অমোঘ ছায়া
তোমাকে নিয়ে গান বেঁধে যাচ্ছে আজও নিঃশব্দে।
তুমি পড়বে কি কোনো একদিন
এই চন্দ্রবিন্দুর প্রেমলিপি?
নাকি হারিয়ে যাবে জোছনার আড়ালে,
রেখে যাবে শুধু ভালোবাসার অম্লান স্মৃতি?