কবিতাঃ বীর জোয়ান।
লেখকঃ এস,এইস,মানিক।

জলে মাটি, রক্ত-ঘামে গড়া যে তার ইতিহাস,
ক্লান্তিহীন পথে চলে, নাই কোনো বিলাস।
কাঁচা মাটির গন্ধে মাখা শরীরের প্রত্যয়,
দেশের তরে প্রাণ দিলেও জানে না ভয়।

ধনুর্ভঙ্গ প্রতিজ্ঞা নিয়ে সওয়ার তার ঘোড়ায়,
মাতৃভূমি বাঁচাতে দাঁড়ায় উন্মুক্ত অরুণোদয়।
তপ্ত মরুর রোদেও থেমে যায় না তার গতি,
ঝড়-ঝঞ্ঝা শপথ বুকে বহে সে বীরগতি।

খোলা আকাশ সাক্ষী তার, ভূমি হলো বিছানা,
তবু ঘুমায় স্বপ্ন দেখে স্বাধীনতার মানা।
ঝড়ের মুখে বুক চিতিয়ে লড়াই তার সারাটি রাত,
জানে, এই জীবনই যেন জাতির সুদীর্ঘ প্রভাত।

ছোট্ট ঘরে একলা মা বসে চেয়ে আছে পথ,
কত দিন পেরিয়ে গেল, ফিরবে কবে রথ?
জানে মা, সে বীর জোয়ান নিদ্রায় বড় কষ্ট পায়,
তবু মাটির জন্য আজও মরণেতে হাসি যায়।

রক্তে লেখা এ প্রেম-গাথা, যুগে যুগে অমল,
বীর জোয়ানের হাত ধরেই বদলায় কালচক্র চল।
দেশমাতার কান্না যখন পোড়ায় ধরণীর কোণ,
তখনি সে বজ্রকণ্ঠে তোলে জয়ের রণ।

পাহাড়ে, নদীতে, সাগরেও তার পায়ের ছাপ,
যেখানে যেতে নিষেধ জীবন সেখানেই তার স্তব।
তবু ফিরতে চায় সে মাটির ঘরে শান্তির দিনে,
লাল পলাশের মালায় মোড়া প্রেয়সীর বুকে গীনে।

হে বীর জোয়ান, তোমার পথে রক্তিম হলো ভোর,
তোমার ঘামে আজো জাগে মৃত কণার জোর।
জীবন দিলে, কিনে আনলে যাদের ভোরের আলো,
তারা তোমার নামেই গড়ে নেবে এক সুন্দর কালো।