শোনো যুদ্ধশঙ্খ বেজেছে, এবার পথ ফাটাবে থাম,
দাসত্বের এই গ্লানি মুছে, তুলবো মুক্তির মহান দাম।
পাহাড় নড়ে, সমুদ্র গর্জে,
বিপ্লব আনবে শক্ত হাতে নতুন দিনে যে রোজই।

কখনো চাপা পড়বে না জোশ, এই প্রাণের বিপুল দাবি,
পৃথিবী দেখুক, হুঁশিয়ার জানুক, বিদ্রোহী রক্ত জাগবে সভি।
স্বদেশ আমি, মাটি আমি, ক্ষুধার্ত জনতার মাতৃগান,
তোমাদের তেজে পূর্ণ পথেই আনবো সম্মানের সাম্রাজ্য।

যুদ্ধশঙ্খ বাজছে সদাই, শোষকের ঘুম কেড়ে নেবে,
তোমার দম্ভ আর সিংহাসনে ধ্বংসের দাবানল ঢালে।
পাহাড়ের গভীর বুকে যারা লুকায় করুণ আশা,
তাদের ডাক আমরা শোনাই, আলো আনবো নতুন ভাষায়।

তোমার প্রতিরোধ হবো বজ্র, সহ্য করবোনা আর ক্ষণিক,
মাটির নিচে বীজে লুকায় বিস্ফোরণ আর প্রকৃত বসন্ত।
বিপ্লবের শঙ্খ ধ্বনি উঠেছে, কান পেতে শোনো অরণ্যে,
এই স্বাধীনতার যুদ্ধ জিতবে মানুষ আর সত্যের ঘনমেঘে।