কবিতাঃ [বিদ্রোহী সৈনিক।
---------------------------------------------
আজি এসেছে সেইদিন, বহু ক্রুশ পারি দিয়ে কতো যুগ অক্লান্ত ঘাম আর রক্ত দিয়েছো ঝড়িয়ে,
নির্ঘুমে শতো রাত কাটিয়েছো হারিয়েছো কতো স্বজন,
অবশেষে আজ সেই প্রয়োল্লাসিত দিন নূতনে ধরেছে কেতন।
লাখো কোটি স্যালুট তোমায়,পবিত্র ধরাকে রক্ষাহেতু------ রুখে দাড়িয়েছো কতোবার,
দেশকে বাঁচাতে করেছো তুমি অজস্র ত্যাগ স্বীকার,
তবঃ ক্লান্ত নও---ভিতো নও তুমি।
তুমি নীর্বাক,দূর্জয়,দূর্বার,আর তুমিই অতন্দ্র প্রহরি।
তোমায় যুগ থেকে যুগান্তর এইভাবেই দিতে হবে পারি।
দেশমাতাকে রক্ষাহেতু তুমিই সেই ঘুমন্ত বাঘ,
যারা হেটে চললে তথা কোথাও পা দেয়া মাত্রই কেঁপে উঠে সেই জায়গা-----পালিয়ে যায় শতো শতো হিংস্র হায়েনারাও।
তোমাদের জন্যেই আজ লাখোকোটি মা, বোন,ভাই,সুরক্ষিত।
আর নেই মান,ইজ্জত, রক্ত হারানোর ভয়।
কারন তুমি রনকান্ত রনবীর সর্বদায় দিয়েছো আত্ম বলিদান,,
হায়নার কবল থেকে রক্ষা হেতু সদা প্রস্থুত,করেছো শত্রুদের আহ্বান ।
বহু ইতিহাস ঘেটে আমি দেখেছি ---দেখেছি তোমাদের হাজারো কাব্য।
হাজার রজনি পড়লেউ তাহা শেষ হবার নয়,
আর শেষ হবেনা তবঃ।
তুমি শ্রেষ্ট তুমি উত্তম তুমি যুদ্ধা, তুমি বীর,
লাখো কোটি সালাম আমি করি নতশির।
অসীম সাহস বুকে নিয়ে দৃপ্ত পায়ে তুমি---- এগিয়েছো রনবীর।
তুমি মহান তুমি উত্তম তুমি সৈনিক তুমি বিদ্রোহী মহাবীর।
-------------------------------------------------------------