কবিতাঃ বাংলাদেশ।
লেখকঃ এস,এইস,মানিক।

শপথ নিলাম আগুনের ছোঁয়ায়,
জ্বলবে বুকের রক্তের ফোঁয়ায়।
বাংলার মাটির সন্তানেরা আজ,
বিদ্রোহী রক্তে ধরেছে সাজ।

ঝড়ের মতো উঠবে আওয়াজ,
গর্জে উঠবে প্রলয়ের সাজ।
মুক্তির গানে বাঁধব লাল মিছিল,
গড়ব এক নতুন দিনের কল্পশিল্প।

নদীর বুকে বাজুক বিজয়ী ঢেউ,
আকাশে উঠুক বিদ্রোহী ঢেউ।
মাটি চেনাবে শত্রুর পথ,
লক্ষ প্রাণের রক্তে রাঙা হোক।

বাংলা মায়ের স্নেহের চেয়ে,
তপ্ত হোক বুকে আগুন নিয়ে।
শপথ আজ বিজয়ের মশাল,
জ্বলবে অনন্ত—বাংলাদেশের কাল।

রক্তে আগুন, হৃদয়ে শপথ,
বাংলা থাকবে স্বাধীন পথ।
যে আসবে শিকল নিয়ে থামাতে,
পোড়াবে আগুন, রুখে দেবে মাথা উঁচু রেখে।

বাংলাদেশ—তুমি আমার স্বপ্নের দেশ,
তোমার জন্য জ্বলে আছি শেষ নিশ্বাস অবধি।