শব্দেরা তির হয়ে ছুটে যায় ক্ষণিক,
জবাব আসে ধেয়ে, বিদ্যুতের টান।
তর্কের আগুনে জ্বলছে দুই মন,
কিন্তু কে জিতবে?— উত্তরটা গোপন।
চোখে আগুন, ঠোঁটে তীব্র ঝড়,
বাক্যগুলো ছিন্ন করছে সব পর্দা।
ভাষার ধারালো তরবারির কোপে,
বন্ধুত্বের দেয়ালেও লাগে ফাটল বড়।
একটা কথা শিলার মতো কঠিন,
অন্যটা বয়ে আনে ঝড়ের গর্জন,
তুমি বলো, আমি বলি, শেষ কোথায়?
যুদ্ধটা তো শুধু অহংকারের বরণ।
তর্ক চলে রাত পেরিয়ে নতুন ভোর,
তবে কি সত্যি কিছু মেলে এর তোর?
শেষে দেখি নীরবতা হাসে একা,
হারিয়ে গেছে বাক্যের দামি সব সুর।
তাই বলি বন্ধু, থামো ক্ষণিক,
বাকবিতণ্ডার আগুন নিভিয়ে ফেলো।
ভালোবাসার ভাষা বুঝতে শিখলে,
তর্ক নয়, শ্রবণেই সুখের ছায়া পেলো।