নীল আকাশে সোনা উড়াই,
স্বপ্নের পালকে নাচাই;
মেঘেরা ভেসে খেলাধুলা,
রঙের জোয়ারে ভেসে চলা।

সূর্য হাসে ঝলমলে আলো,
বাতাসে মেলে স্বপ্নের দালো;
পাখিরা ডাকে উচ্ছ্বসিত সুরে,
আকাশ ভেলায় বাজে আনন্দ ভরে।

তারার ঝলমলে রাত্রি যায়,
চাঁদের হাসি মিলন গায়;
স্বপ্নের নীলিমা ভাসে বহুদূরে,
আকাশভেলায় মিলুক সবার সুরে।

চলো, উড়ি, রঙিন ডানায়,
আকাশ ভেসে হেসে যাই;
প্রতিটি নুপুরে বা
আকাশভেলা—স্বপ্নের আলোছাওয়া!