জ্বলুক চিতা, আগুন তো আমার হাতের ধন,
খড়ের গাদায় ছড়াবো বিদ্রোহী অনল বরন।
আমার কবিতা—ভাঙা শিকল, বিদ্যুৎ ছোঁয়া হাঁক,
ধ্বংস করি সে সকল মূর্তি, যা অন্ধ-ঐতিহাসিক রাক!
জানি আমি কে—আগুনের পুত্র, তেজে ভরা বুক,
ভাঙ্গবো তবু গড়বো যে দেশ, সিংহকন্ঠের শব্দ!
যত বাঁধা আসুক, উঠবো ঘুরে, দেশ যে আমার প্রাণে,
জ্বলবো সর্বনাশে প্রজ্বলিত, ইতিহাস-শ্মশানে!
তোমাদের ধর্ম, তোমাদের ভাষা, করেছি তুচ্ছ ছাড়ি,
আমি তো সাধন-শিখা, আসমানে আলোর পিছে বেড়ি।
তোমাদের শান্তি, তোমাদের সুখ, মিথ্যা কাপুরুষতা,
আমি জাগাবো হাজার নর—দাঁড়াও বিদ্রোহে উত্তেজিতা!
পড়ুক বোমা, গর্জুক কামান, কম্পাক মাটি ভেঙে,
শক্তি দিয়ে, তেজে পূর্ণ আমরা আনবো রাত শেষে।
এই দেশ আমার, আমার প্রাণ, আমার স্বপ্ন কাব্য,
নমস্য মায়ের পায়ের নিচে, অমর আমার প্রত্যাবর্তন।