কবিঃএস,এইস,মানিক।
*************************************
অবহেলায় কাটিয়েছি বেলা বুঝি নাই কোন সাড়,
অন্তিম যাত্রায় ক্ষানিক কাপড় আর
আঁধারের কারাগার
নিমিষেই সব তুচ্ছ ভাবিয়া ছেড়েছি ভিটা ঘর,,
বেলা শেষে সব হারিয়ে ঠিকানা শ্রীঘর।।

হারিয়েছি ভিটা, হারিয়েছি বৈভব তথা হারিয়েছি কতোই স্বজন
শেষ বিদায়ে কেহ কারো নয় কোথায় প্রিয়োজন
ছুটেছি দিগন্তে বহুক্রশ পারি দিয়ে দেখেছি সবই পর,,,
কোথায় আপন কোথায় সুনাম ঠিকানা শ্রীঘর।।

কিশের আশে রয়েছো ধরায় কিশের সংশয়
চারিদিকে নিরাশার ধ্বনি ভূবন করেছে জয়
কিশের আমার কিইবা তোমার মানুষ কি চাও বারেবার,
নেত্র বুঝিলে সবার ঠিকানা আঁধারের কারাগার।
------------------------------------------------------------