বন্ধ ঘোষণা করা হয়েছে,
গণপাঠাগার।
বন্ধ ঘোষণা করা হয়েছে,
সকল লিটল ম্যাগাজিন।
বন্ধ ঘোষণা করা হয়েছে,
শহরের সকল গল্প আর কবিতার বইয়ের দোকান।
নিষিদ্ধ করা হয়েছে,
এই দেশের সকল সাহিত্য সভা।
নিষিদ্ধ করা হয়েছে,
এই দেশের সকল স্কুল গুলো তে  বাংলা ভাষা।
নিষিদ্ধ করা হয়েছে,
এই দেশের দেশাত্মবোধক গান।
নিষিদ্ধ করা হয়েছে,
কমিউনিজমের সকল দলকে।
নিষিদ্ধ করা হয়েছে,
সাংস্কৃতিক, নাটক।
ইতিহাসের দলিল ও লুকিয়ে রাখা হয়েছে,
দশ হাত মাটির নিচে।
ওরা চায় আমরা যেন না জানি আমাদের পূর্ব পুরুষ কারা ছিল,
ওরা আমাদের ওদের মতো জানাতে ওদের মতো বুঝাতে চায়।
প্রতিরোধ করতে চায়,
আমাদের মুক্তির স্বপ্নকে।
ইয়াবা আর বিদেশী মদ হাতে তুলে দিয়ে,
ভুলিয়ে দিতে চায় আমার অধিকার,
আর দাসত্বের সংজ্ঞা টি কে।
আমরা তা সহজেই মেনে নেব না,
ঘাড়ের রগ বাঁকা করে বলব -
না!
খুলবে পাঠাগার,
প্রকাশিত হবে সকল লিটিল ম্যাগাজিন।
খুলবে শহরের সকল কবিতা আর গল্পের দোকান,
আমরা প্রতিদিনের মতো আজও যাবো সাহিত্য সভায়।
দেখি কিভাবে রুখো তোমরা আমায়!
ঘুম থেকে উঠেই বাংলা ভাষায় গান গাইবো,
কালই কমিউনিস্ট পার্টি তে যোগ দিয়ে,
পথ নাটকের ছলে চির সত্য কথা বলব,
তোমরা খুনি,
তোমাদের হাতে আমার পূর্ব পুরুষের রক্ত।
তোমরা তাদের দ্বিতীয় বার খুন করেছো,
তাদের কথা আমাদের না জানতে দেওয়ার চেষ্টা চালিয়ে।