আমি জানি তোকে ভালো বেসে রুদ্রের মতো মরতে হবে,
আকাশ বাতাস সবই তোর আমার প্রেমের বিপরীতে।
ওরা ঈর্ষা করে , তোর আর আমার প্রেম দেখে।
ওরা নিরালায় আলাপ সভা করে,
নানা কিচ্ছা রটায় তোর আমার মনে।
আমি জানি তোকে ভালো বেসে আমায় রুদ্রের মতো মরতে হবে।
আমি জানি, নদী সুমদ্র আমাদের বিপরীতে দাড়িয়েছে!
ওরা চায় না আমি রুদ্রের মতো মরি, তুই আকাশের মতো দেশান্তরি হোস।
আমি জানি সবই,
বুঝিও অনেক!
তাই হাসি মূখে বরণ করে নিতে চাই রুদ্রের জীবন।