প্রতি রাতে ওরা স্বপ্ন বিক্রি করে,
দু মুঠো ভাতের দাবি করে।
ওরাও স্বপ্ন দেখতো কারো প্রিয়া হবার!
কারো ভালো বাসা পাবার।

তেরো বছর বয়সে যে মেয়ে টি ধর্ষিত হয়ে পরিবার ও গ্রাম ছেড়ে ছিল,,,
সমাজ পতিদের প্রতিপত্তি র জোরে।
সে আজ রাস্তায় রাস্তায় ঘুরে ক্ষুধার্ত,
কুকুরের সাথে খাবার ভাগ করে খেয়েছে কত।
একটু ঘুমানোর জন্য ডাস্টবিনের পিছনে মশা আর নোংরার সাথে কাটিয়েছে কত রাত!
শকুনের নজর.....
এড়াতে পারে নি।
পারে নি ক্ষুধা আর মশার কামড়ের যন্ত্রণা সহ করতে,
তাই অজস্র মানুষের মাঝে মুখে রঙ মেখে।
মিটায় অসংখ্য পুরুষত্বের উত্তেজনা।
সে মেয়ে অমর কবিতা,
তার নামে হবে বিশ্বের সমস্ত পবিত্রতা।