ঈশ্বর বিনাশর্তে
অবসরে লোকান্তরে
স্বপ্ন মিথ্যা নয় ভালোবাসাও মিথ্যা নয়
মিথ্যা নিজেই মিথ্যা।
একবার মন আকাশ ছুয়ে দেখ,
দেশের মাটি গায়ে মাখো।
সব আশা আকাঙখা জলাঞ্জলি দিয়ে চলে যাও ঔদ্ধত্য দেখিয়ে,
মাতৃস্তনের দুগ্ধের মতো বয়ে চলা শীতলক্ষ্যার বুকে ডুব দিও ।
দেখবে ঈশ্বর বিনাশর্তে
অবসরে লোকান্তরে।
সব মিথ্যা সত্য,
মিথ্যা নিজেই মিথ্যা।