কত দুঃখ ভেঁজা লোক,
কত দুঃখি জীবন।
মানুষ হয়তো কখনও মানুষ
কখনও অলাতচক্র
জীবনের গান গায় যে সুর,
তারাই মানুষ।
খেয়ে না খেয়ে যার জীবন
তার হাতেই ঈশ্বর থাকেন,
হেনাফুলের জীবন থেকে
অপরাজিতা ফুলের ঘ্রাণ হয়ে উঠার গল্প,
তবুও আমরা ভালোবাসি,
প্রেমে পড়ি,
গল্প লিখি,
গান গাই,
আমাদের নামই জীবন।