ভালো আছি,
দুই বেলার ভাত এক বেলায় খেয়ে- প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাবার স্বপ্ন নিয়ে,
ভালো আছি।
ভালো আছি বলেই আজ কবিতা লিখতে পারছি,
ভালো আছি বলেই এখনও হতাশ হইনি।
ঋণ শোধ না করতে পারার যন্ত্রণা নিয়ে এখনও আত্মহত্যা করতে পারি নি বলেই,
আজও ভালো আছি।