অবাদ্ধ রাজার দেশে গনতন্ত্র ক্ষুধার্ত থাকে,
স্বপ্নে দেখা অভিনেতারা গনতন্ত্রের নামে মায়া কান্নায় মাতে।
ক্ষুধার্ত গনতন্ত্র -
টাকা খায়,
ডিজেল খায়,
খায় কৃষকের ঘামে ঝরা ফসল।।
গনতন্ত্র আজ খাচ্ছে,
মানুষ-পশু আর মানচিত্র।
দেখার নেই কেউ,
আহা!
গণতন্ত্র ভোটের আগে ব্যালট খায়,
লেখক মুশতাকের জীবন খায়।
সাগর রুনীর স্মৃতি খায়,
যুবকের স্বপ্ন কেড়ে মৃত দেহ খায়।
গনতন্ত্র ছাত্র আবরাবের জীবন খায়,
রক্তাক্ত কবির কবিতা খায়।
সাংবাদিকের কন্ঠ খায়,
নারীর দেহ খায়।
গনতন্ত্র
গনতন্ত্র
আসাদ - নূর হোসের শোক সভা খায়!
তবুও গনতন্ত্র চাই,
শাসকের চোখে দেখা গনতন্ত্র চাই!
নাকি নূরহোসেনের বুকের রক্তে লেখা সেই গনতন্ত্র চাই।