রক্তের রঞ্জিত কোটির মানবকে ভালোবেসে,
যারা দিয়ে গেছে রঙিন স্বপ্নের জীবনকে বিসর্জন।
তারা আজ লাল গোলাপ আর হলুদ শাড়ির ভাঁজে ঢেকে গেছে,
নির্বোধ বাঙালি আজ ভুলে গেছে-
আজ তার ভাই বোনের রক্তে রঞ্জিত পাঠ্য বই।
আজ উচ্চ কন্ঠে যখন বল শিক্ষা আমার অধিকার,
তোমার অজান্তেই তুমি হয়ে উঠো জয়নাল,জাফর, কাঞ্চন, দিপালী।
এসো সাথী শত শহীদের স্মরণে,
প্রেমিকার প্রেম আর অধিকার জাগ্রত করি রাজপথে ।