প্রগতি বনাম মৌলগিরি,
ফুল বনাম রক্ত।
লড়াই টা যেন চিরকাল,
কারা শিব কারা বিষ্ণু বোঝা বেশ দুষ্কর।
মৌ সেনা লড়াই বোঝে না বোঝে শুধু শান্তির গান,
তাই তো গাইছে হাওয়া সৃষ্টি সুখের উল্লাসী বিজয়ী গান।
শিয়াল মামা হুক্কাহুয়া,
বাধায় শুধু দাঙ্গা হাঙ্গামা।
তবুও মামা মহাপন্ডিত,
ভাঙ্গতে জানে অন্যের চিন্তার গণ্ডি।