এসেছি আমি ভোর বিকেলে,
দেখেছি সূর্যোদয়।
পশ্চিম কোনে লাল কমলা মন কে করেছে জয়
চোখের কোনে দেখেছি সপ্ন এঁকেছি তার রুপ
ভালোবাসা তাই বুঝতে পেরেছি সুর্য —নদী নিশ্চুপ।
ভোর বিকেলে মনে হয়েছিল মলিনতা তার স্রোত,
লাল কমলায় মিশিয়ে ছিলো তাইতো তারা চুপ।
ভোর বিকেলে তাও বুঝেছি শান্ত নদীর কথা,
চুপি চুপি জেন বলছে নদী কাল তবু দিয়ো দেখা।
হারিয়ে গেলো লাল কমলা আব্ছা অন্ধকারে।
শান্ত নদী স্রোতশিনি হলো সন্ধ্যা নামার সাথে,
বশে থেকে আমি দেখেছি তবু তাদের বিকেল বেলা।
ভেবে ভেবে যেনো রাত হয়ে গেলো বুঝিনি সন্ধ্যা বেলা।
হটাঠ করে স্নিগ্ধ চাঁদের ঝকঝকে সাদা আলো
ডাকছে নদী নিজ আঁলোকে আমার বুকে জ্বালো,
আমি চিৎকার করে বলে দিয়েছি স্নিগ্ধতা ঐ চাঁদে,
আমি আর্তনাদে তাও বলেছি লালা কমলা টাকে,
বলেছি আমি মিথ্যে ভরা স্বপ্নের প্রিথিবিটা
ভবঘুরে আজ আমার মতো চলো তবে একা একা!