তুমি চলে গেলে,
ফের ফিরে আসার আশায়
নিশা চরের সঙ্গী হব না।
তুমি চলে গেল,
শোক তারার অপেক্ষায়
প্রহর গুনব না।
তুমি চলে গেলে
ধ্রুব তারার সাথে
দুঃখ কব না,
ভোরের বিহঙ্গের
কলরব শোনা থেমে থাকবেনা।
তুমি চলে গেলে
ভোরের সূর্যোদয় দেখা থেমে- রবে না
ভেবনা তোমার অপেক্ষায়,
ফাল্গুনের কৃষ্ণচূড়া রঙে নিজেকে রাঙ্গাব না,
দক্ষিণা হাওয়ায় ভেসে আসা কুহুতান শুনবো না।
ভেবনা তোমার অপেক্ষায়
দেবদাসের সঙ্গী হয়ে আঁধারির যাত্রী হব
আলোর পানে ফিরব না।
নীল আকাশের চাঁদের হাসি যদি কেউ না দেখে
সে কি আর হাসবে না?
তুমি চলে গেলে, কেউ কি আর আসবে না??