তুমি ভেবেছ,
তোমার বিরহ ব্যথায় কাতর হয়ে,
তোমার ছল হাসির প্রলোভনে,
বোকা বনে প্রলাপ বকে যাব।
হয়ত বা তুমি ভেবেছ,
তোমার হাসির অন্তরালে
ফণি মনসার যে বিষ লোকায়িত আছে তা বুঝিনি!
তুমি ভেবেছ,
তোমার বিরহ ব্যথায় ব্যথিত হয়ে
আমি বিরহের কবি হয়েই রয়ে যাব!
হয়ত বা তুমি ভেবেছ,
স্বপ্ন ভেঙ্গে গেছে এ ভয়ে আর স্বপ্ন দেখব না!
তুমি ছল করেছ বলে বিশ্বাসের দুয়ারে তালা ঝুলাব,
হয়ত বা ভেবেছ,
সন্ধ্যা তারা, ধ্রুব তারা আর শুক তারার পানে চেয়ে
তোমার ভাবনায় নির্ঘুমে রজনী কাটিয়ে দেব।
আজ আকাশটা কালবৈশাখী মত নিষ্ঠুর বলে আর কখনো
শরৎ এর পূর্ণিমা আসবে না!
পরি শেষে বলছি, তোমার ভাবনারা; ভাবনাই থেকে যাবে..........