তোমার বিরহে একটি দিন, কত যে বিষাদিত
তা কেবল আমিই জানি
কাউকে জানতেও দেইনি।

প্রতিটি মুহূর্ত কত যে অবহেলায় কাটে
তা কেবল আমিই আন্দাজ করতে পারি,
কেউ  বুঝতেও পারেনা।


বোধ হয় মৃত্যু যন্ত্রণাও এত বিষাদময় হয় না।
যদি দু চোখ অশ্রুসিক্ত হতো!
তবে হয়ত সবাই বুঝতে পারত,
হ্রদয়ে যদি রক্তক্ষরণ হয় তা কী কেউ দেখতে পায়?
আমার রাতের আকাশ টাকেও
যেন কাল বৈশাখীর চেয়েও অধিক নিষ্ঠুর মনে হয়,
চাঁদ টা কে মনে হয় আমাকে দেখে উপহাস করছে ।










৩-১১-১৭ ইং তারিখে রস্মিলাকে লেখা এস এম এস