ফিরেছে বসন্ত জেগেছে প্রাণ,
তরুর নব পল্লবে।
পুষ্প মঞ্জুরির ঘ্রাণে, কোকিলের কুহুতানে,
ভ্রুমরের গুঞ্জনে,
ফিরেছে বসন্ত বাংলার সমীরণে।
বিধাতা করেছে দান,
প্রকৃতি পেয়েছে নব প্রাণ,
সেজেছে তার আপন রুপে।
বসন্ত ফিরেছে,
সেই মধুময় স্মৃতি নিয়ে,
তবু আজও বড় একা আমি
ফিরেছে সবি শুধু আসনি তুমি,
ফিরে এসো তুমি
তোমার কাছে এ আমার বসন্তের দাবি।