তোমার বিরহে নির্ঘুমে কত বেহিসেবী রজনী হয়েছে ভোর,
কত দিবস কেটেছে অযত্নে,
কত বসন্ত পেরিয়েছে অবহেলায়।
তবুও আছি তোমারি প্রতিক্ষায়।
কত বর্ষা এসেছিল, আমায় ভেজাবে বলে
তাদের প্রেমের বর্ষনে।
কত তটিনী দক্ষিণা সমীরণে তাদের নিমন্ত্রণ বার্তা পাঠিয়েছিল,
তাদের বুকের কল-কলানির গান শুনাবে বলে।
কত রাতজাগা-পাখি ডেকে ছিল,
তাদের ভালোবাসার গান শুনাবে বলে।
কামনা বাসনায় দু চোখ রাঙ্গিয়ে;
অমৃত পানের তাগিদে কত মৌ এসেছিল।
কত কামিনীরাই না এসেছিল, তাদের গন্ধ বিলাবে বলে।
তবুও কেন আছি তর বিরহে বিষাদিত চিত্তে,
তাই শ্রাবণ তার তিক্ত কথায় আমায় কাধিঁয়েছে বারংবার ।
তবুও সব কিছু তুচ্ছ করে, আছি তর ফের ফিরে আসার প্রতীক্ষায় ।