পথে ফুটা ফুলের মতই,
অনাদর আর অহেলায় পরে আছি-
পরে আছি শিমুল আর পলাশের মতই।
গোলাপের মত কারো ভালোবাসায় নিজেকে-
প্রকাশ করতে পারিনি।
তাইতো প্রতীক্ষায় কেটে গেল-
আরোও একটি প্রহেলা বসন্ত,
আর একটি ভ্যালেন্টাইনস।
সবজীবনে ফুটা; ফুলে বসা অলি বলেছিল,
তুমি আসবে এ বসন্তে।
আম্র কানন মকুলের ঘ্রাণে উদসি
তারে শুধাইলে এমন ঘ্রাণপেল সে কোথা
দক্ষিাণা সমীরে মাথা ঝোকে বলে পাছে
ধার নিয়েছে সে তর কাছে।
প্রজাপতি বলে তার রুপে তর রঙ মেশানো,
রংধনু বলে তর আপন রঙে সে রাঙ্গানো।
আমায় কোকিল ডেকে কই
তুই তার গানের সুর, তাল, লয়।
তাইতো চাকত-চাতকীর মত - আছি তর প্রতীক্ষায়্
এর কি আর শেষ হবে না?