মেয়ে তুমি কাঁদছ ক্যান?
জানো না?
      পৃথিবী তোমার অশ্রুর মূল্য দেবে না।
হয়ত,
     পৃথিবী তোমার সুখ গুলো কিনে নেবে
     তোমার দুঃখ গুলো তোমারই রয়ে যাবে।

যার জন্য দু চোখ অশ্রুসিক্ত হয়েছে
সেই অশ্রু মুছতে সে কভু আসবে না!
তাই বলছি, তুমি কেঁদনা।

জানো?
       পৃথিবী খুব অদ্ভুত কেউ হাসলে সে হাসে,
       কেউ কাদলে সে কাঁদে না।

জানো?
        শহরের রাস্তায়, এ গলি ও গলি র নর্দমায় কাগজ কুড়য় সে,
       আহারাভে প্রাণ চলে যায়-য়ায় করলেও
       কেউ মুখে অন্ন তুলে দেয় না!
     সারাদিন আধ হারী-অনাহারী হয়ে ঘুরে,
সাঁঝের ভেলায়,
             যে দু মুঠো অন্ন অসুস্থ বাবা-মার জন্য নিয়ে যায়
              তাও যেতে-যেতে  শুকোনদের হাতে ভাগ হয়।

কই সে ত কাঁদে না , ক্যান কাঁদে না জানো ??
আমি বলি শোন, পৃথিবী তার  অশ্রুর মূল্য দেবে না!
তাই বলছি, তুমি আর কেঁদ না ॥