মাগো তোমার কোলে আর মাথা রেখে
চির শান্তির নিদ্রায় যেতে পারবো না?

জানো মা আমার বড্ড খিদে লেগেছে
আগের মত আদর করে আর কি  খাইয়ে দেবে না?
আমি খেতে না চাইলে ত তোমরা খেতে না!
আমায় ঘুমপাড়াতে,
রক্ষপুরীর রাক্ষস আর নীল পরী দের
               গল্প ছলে।
আমায় পাড়াতে ঘুম;
নতুন খেলনা দেবে বলে।

আমায় আর গল্প বলতে হবে না,
খেলনা দিতে হবে না,
শুধু আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও!

মা আমি ফিরব না বলে;
আমার ছোট্ট বিছানা টি কি খালি পরে রবে?
আর কি পুতুল-পুতুলির বিয়ে হবে না?

পুতুলের বিয়ে নিয়ে
ভাইয়া তর সাথে আর হবে না খুনসুটি।
বাবা কে আর করব না ত্যক্ত বিরক্ত,
আগামী মেলায় নিয়ে যেতে।

দেখ  মা তোমার মুখ খানি মলিন হয়ে আসছে, অশ্রু তে বুক  ভেসে যাচ্ছে,
              জানি,
হাহা কারে তোমার বুকটা চিরে যাচ্ছে,
জানি তবুও নিরুত্তর  তুমি আমায় ছোঁবে না
কারণ আমি যে আজ অভিশপ্ত
বড় ছোঁয়াছে ব্যামো
করোনা করেছে আক্রান্ত।