বলেছিলাম তোমায় নিয়ে আর কবিতা লিখব না,
আর কখনো তোমায় ভাববো না,
কিন্তু তুমি যে আমার কবিতার ছন্দ , সুরের মিতালি-
আমার কবিতার বর্ণমালা, আমার কণ্ঠ নিঃসারিত ধ্বনি,
আমার স্বরোষ্ঠ, আমার শ্বাস নালী।
যার আসন হৃদয় সিংহাসন,
ধ্যানে-জ্ঞানে, সত্তায়-অস্তিত্বে যার বসবাস,
প্রতিটা রক্ত কণায় যার আসা যাওয়া।
আমার বাঁশির সুর যার নাম জপে হয় উল্লসিত
যার নাম জপে দেহ পায় প্রাণ,
যার বিরহে হৃদয়ে রক্তক্ষরণ হয়
সেই তোমাকে ছাড়া আর কিছু কি ভাবতে পারি?
যার হাসিতে মন আকাশে চাঁদ হাসে-
শারদ শশী ভালো লাগে না,
সেই তোমাকে এত দূরে ফেলে-
বেলকুনির কোন ঠেসে পরে থাকতে বলনা,
আমি পারব না।