আমি আসছি...
আমি আসবো যুগে -যুগে,
মহাকাল ধুম কেতু হয়ে,
আগুনের ঝাণ্ডা লয়ে,
আমি আসবো যুগে যুগে,
মহা কালের - মহা প্রাচীর হয়ে।
যে খানে বিরাজ করে সাপিনী পিশাচিনী,
যে খানে রাজনীতি উন্মুক্ত করেছে-
দুর্নীতির পাঠশালা আর স্বজন প্রীতির বিশ্ববিদ্যালয়।
যেখানে নেতা আছে নীতি নাই-
সূর্য আছে আলো নাই,
আইন আছে প্রয়োগ নাই-
পশু আছে মানুষ নাই।
সেখানে আসছি...
আমি আসবো যুগে যুগে,
মহা কালের - মহা প্রাচীর হয়ে।
যে খানে কিছু নিরাপত্তা কর্মী খোঁজে নারীর মাংস পিণ্ডের স্বাদ;
ভোরের শিশিরে ভেজা দোয়েলের মতো গোঙরানো
অশ্রু সিক্ত নারীর আর্তনাদ ।
যে খানে,
উন্মুক্ত নীল অম্বরের তলে মুক্ত পাখির মতো
রেপিস্ট চলে,
ভিকটিম চলে নিশা চরের মতো সন্তর্পণে
গোপনে- অতি গোপনে।
যে খানে, ভিকটিম চলে লাঞ্ছিত, নিন্দিত, অবহেলিত, অপবাদের বোঝা লয়ে।
যে খানে সত্যের আকাশ ছেয়ে গেছে
অশুভ কালো অন্ধকারে।
সে খানে আমি আসবো যুগে -যুগে,
মহাকাল ধুম কেতু হয়ে।