হে মহান ২১শে ফেব্রুয়ারী তোমায় কি ভুলিতে পারি!
তোমার তরে পেয়েছি মোরা বাঙ্গালী জাতি-
পেয়েছি মাকে, পেয়েছি বাংলা মাতৃভাষা।
৫২এ ভাষার যুদ্ধে রক্তদিয়ে করেছ যে ঋণ
তা ভুলবার নয় কোনদিন।
সুনালি জীবন দিয়েছ বিসর্জন
আপন লাহুতে রাজ পথ রাঙ্গিয়ে
মোদের কন্ঠে দিয়েছ বাংলাভাষা।
রফিক, সফিক, সালামা, জব্বার, বরকত ভাই,
তোমাদের রক্ত দানের কথা আজও ভুলিনাই
স্মৃতির খাতায় প্রতিটি পাতায়
লেখা থাকবে তোমাদেরি নাম।
তোমরা মিশে আছো বাংলার বর্ণ মালায়,
কন্ঠের উচ্চারিত প্রতিটি ধ্বনিতে,
মিশে আছো বাঙ্গালির সমস্থ অস্তিত্বে।
মিশে আছো কবি নজরুলের গানে,
জসীম উদ্দীনের নক্সী কাথার মাঠ আর সুজন বাধিয়ার ঘাটে,
মিশে আছো জীবনানন্দের রুপসীবাংলার বর্ণনায়
মিশে আছো রবি ঠাকুরের কবিতার বর্ণমালায়
মিশে আছো বঙ্গ বন্ধুর স্বাধীনতার চেতনায়
মিশে আছো শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতার
প্রতিটি চরণ হয়ে।
মিশে আছো ২১ এর চেতনায়।