তোমরা কি ভাবলেনা— কীভাবে হয়েছ প্রতারিত?
তোমরা কি বুঝবেনা— তোমার সভ্যতা এখানে নিমীলিত?
না, তোমরা তা বুঝোনি, বুঝতে দেওয়া হয়নি।
ওরা খেলেছে তোমাদের আবেগ নিয়ে,
মেতেছিল নিষ্ঠুর রক্তখেলায় সতেজ প্রাণ নিয়ে।

স্বঘোষিত রাজাকারের আর্তনাদে
সেদিন যখন ঝাপিয়ে পড়েছিলে শহরের অলিতে-গলিতে,
ভেঙেছিলে তোমার আবেগের বাঁধ,
একটাবারো কি বুঝোনি? তা যে ছিলো রাজাকারের ফাঁদ!

কত-শত ভাই হারালাম,
কথা ছিলো এগোনোর, অথচ পিছিয়ে গেলাম!
কী হারালাম আর কী-বা পেলাম—
সে হিশাব না হয় পরে কষলাম;
কেননা, আবেগ যেখানে মহাস্ত্র,
যুক্তিবোধ সেখানে যে ভীষণভাবে পরাস্ত!
তোমরা ছিলে মেটিকিউলাস নকশার অংশ,
শকুনেরা করেছে পণ— এ-সভ্যতাকে করবে ধ্বংস।

সেই পুরনো শকুনের দল আবারো খেলছে নোংরা খেলা,
এখানে শয়তানের গলায় ফুলের,
আর বীরের গলায় জুতোর মালা।
আমার ইতিহাস, শতবর্ষের ঐতিহ্য আজ লাঞ্চিত,
আমার তিরিশ লক্ষ শহিদের আত্মবলিদান,
লাখো মা-বোনের সম্ভ্রমহানী, নয় মাসের গর্ভ হতে বেরিয়ে আসা স্বাধীন লাল-সবুজের এই ভূখণ্ড,
আজ সেসব স্মৃতির সবই ম্লানায়মান।

আফসোস...
ওরা সংস্কার বলতে বুঝিয়েছিল
রাজাকারের পুনর্বাসন,
অথচ তোমরা ভেবে নিলে
তা তোমাদের ভাগ্যের পরিবর্তন!