ছাগলছানাটি মদ খেয়েছে-পান খেয়েছে,
গাল ভরেছে লালে,
আমি একটু কোক খেলে ভাই,
কেন-রে তার জ্বলে!
ছাগলছানার রাহবার সে,
পাঁচশো একে কট,
আমি একটু কোক খেলেই ভাই,
কেন করে ছটফট!
ফরাসি গেলো, ভারত এলো,
এলো টিভি-একাত্তর,
মধ্যেখানে ফেঁসে গেলো,
আড়ঙও সত্বর।
এবার তো সে পণ করেছে-ধ্যান করেছে,
খাবেইনা আর কোক,
সন্ধ্যা হলেই বোতল ধরে
মারে সে এক ঢোক।
কোক খেয়েছে, ঢোক দিয়েছে,
দেখেনিতো ভাই কেউ!
—আরে! আমি তো ভাই তোদের দলেই,
আছিস তোরা কেউ?
আয় তোরা ভাই
ফেইসবুকে যাই,
গুষ্টিমারি কোকের,
আমিতো কোক খাবোইনা,
দিবোওনা ভাগ লোকের।
ছাগালছানাটি নাম দিয়েছে,
বয়কট-বয়কট।
আমি একটু কোক খেলে তার
প্রাণ করে ছটফট।
কোকের পানি, ককের পানি,
পড়ছে চারিদিকে,
এবার যদি চাস খেতে তুই,
মারবো জুতো ফিকে।
(০৩ জুলাই, ২০২৪)