আঁধারে আধানে জ্বেলেছো প্রভাভাতি
কতো কাছে এলে, হলে চিরসাথী;
দুরু দুরু কাঁপালে বুকেরি মাঝারে
করেছো রাজে রাজ গড়েছো কাছারি !
পাটের ফটক কোথা তা যদি জানিতাম
মেহেরে মোহর খুলে ঠাওরে ভাসিতাম,
স্থাপিলে বসতি প্রাণ গদিঘরে নিরাকার
সাধনে বোধনে কেমনে দেখিবো তা নয়নে!
সবারে চেয়ে কাছে তোমারি রাজেতে রই
তবুও তোমার বুঝি আমি না কেহ হই!
অন্ধ অনাথ ভালে লেখোনি অনাথনাথ
তাই হলোনা তোমায় দেখা এই জনমে!
শাহজাদপুর, সিরাজগঞ্জ, মঙ্গলবার, ১৭ মার্চ-২০২০ খ্রিষ্টাব্দ, ০৭:১৫ পুর্বাহ্ন।