ন্যায়বান, কভু অন্যায়ে মাতে না
পরনারী ধনে লালসা জাগে না।
ঈর্ষা মনে কভু যে চলে না
পাপাচারীরে তবু ঘৃণা করে না।
অবিচারী বিচার সেঁতো জানে না
নষ্টামির মোহ তাঁরে টানে না,
ভন্ডামির ধার সেঁতো ধারে না
মিথ্যা যাঁরে কভু ছুঁতে পারে না!
জেল জুলুমের ভয়ে সে ডরে না
ফাঁসির মঞ্চেও শির তাঁর নোয় না,
ক্রোধানল দাহে কভু যে জ্বলে না
মানুষ তবুও ঘরে ঘরে জন্মে না!
হৃদাঙ্গণে সদাই বাজায় বাঁশির সুর
ধার ধারে না কে কোন জাত কুল!
মসিরাচড়ে সুখ দুঃখ ভরা তাঁরি বাগে
অতীত বর্তমান আর ভবিষ্যত ফুল ফোটে!
সটান চিত্তে চলিছে মসি তাঁর অবিচল
দুঃখতাপে ব্যথিত চিত্ত চোখে নেই তবু জল!
হৃদগারদে খাদের জুড়ি হেথা খুজে না পেলি
কবি তাঁরে কয়, আপন মনে সদাই তাঁরে বলি!